হাসপাতালে সেবা নিশ্চিত করুন, তারপর দাবি পূরণ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা কর্মীদের কয়েকটি দাবির প্রেক্ষাপটে স্বাস্থ্য্ মন্ত্রী মোহাম্মদ নাসিম আগে তাদেরকে হাসপাতালগুলোতে রোগীদের স্বাস্থ্য্ সেবা নিশ্চিত করতে বলেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 06:42 PM
Updated : 10 Dec 2016, 07:48 AM

এরপর এসব দাবি পূরণ করা ‘কঠিন হবে না’ বলে আশ্বস্ত করেছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আপনারা যে সকল দাবি তুলে ধরেছেন সবই যৌক্তিক। তবে আপনাদের প্রথম কাজ হাসপাতালে মানুষগুলোর সেবা নিশ্চিত করুন।

“যারা হাসপাতালে আসেন তারা অসহায় হয়েই আসেন, আগে তাদের সেবা দিন তারপর দাবির কথা তুলুন। তখন এই দাবি মেনে নেওয়া কঠিন হবে না।”

বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মী সংঘের জাতীয় সম্মেলনের সভাপতি মাহমুদা বেগম তাদের দাবিগুলো তুলে ধরেন।

এসব দাবির মধ্যে। রয়েছে- স্বাস্থ্যসেবীসহ সব পর্যায়ের শ্রমজীবীদের জন্য শ্রম অধিকার আইন ও সামাজিক নিরাপত্তা আইন পাশ, স্বাস্থ্যসেবীদের চাকরি স্থায়ীকরণ, আট ঘণ্টা কাজের বিনিময়ে ‘বাঁচার মতো’ মজুরি এবং স্বাস্থ্যকর্মীদের সাপ্তাহিক ছুটি ও খাবার বিরতি।

দাবি নিয়ে স্বাস্থ্যযমন্ত্রী বলেন, “আপনাদের দাবিগুলো পর্যায়ক্রমে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে।”

ঢাকার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মী সংঘের এই জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।