গ্রাহকের অর্থ আত্মসাৎ: সিটি ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

এফডিআর করার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ‍দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2016, 09:58 AM
Updated : 8 Dec 2016, 12:20 PM

গ্রেপ্তার মোসাব্বির রহিম দিলকুশায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি এবং কার্ড সার্ভিস শাখার প্রধান।

বুধবার রাজধানীর শিক্ষাভবনের সামনে থেকে দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে বলে প্রথমে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

পরে সংশোধিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রহিম বুধবার হাই কোর্টে আগাম জামিন চাইতে গিয়েছিলেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে দুদকের হাতে সোপর্দ করার নির্দেশ দেন। হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে দুদক টাস্কফোর্সের সদস্যরা তাদের নিয়ে আসেন।

দুদক জানায়, মোসাব্বির রহিম ব্যাংকের গ্রাহক মুজিয়া রহমানের কাছ থেকে এফডিআর করার প্রতিশ্রুতি দিয়ে ২০ লাখ টাকা নিয়েছেন।

কিন্তু এফডিআর না করে গ্রাহককে এফডিআরের ভুয়া নথি দিয়ে (ইন্সট্রুমেন্ট) ওই টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের লিগ্যাল ডিভিশনের প্রধান একেএম আইয়ুব উল্লাহ ২০১৬ সালের ২৮ অগাস্ট মতিঝিল থানায় একটি মামলা করেছিলেন।

এ মালাতেই মোসাব্বির রহিমকে গ্রেপ্তার করা হয়।