পারিবারিক সহিংসতা আইন সম্পর্কে নারীদের সচেতন করার আহ্বান

নির্যাতনবিরোধী পারিবারিক সহিংসতা আইন সম্পর্কে নারীদের সচেতন করা আহ্বান জানিয়েছে আইনজীবী তাপস্বী রাবেয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 04:33 PM
Updated : 7 Dec 2016, 04:33 PM

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক প্রদর্শনীতে তিনি এ আহ্বান জানান।

কেয়ার বাংলাদেশের উদ্যোগে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাঘর’ প্রামাণ্যচিত্র প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়।

নারীর প্রতি সহিংসতার জন্য দেশের জিডিপি কমে যাচ্ছে এবং পারিবারিক সহিংসতা আইনের বিভিন্ন ধারা, নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের বিষয় তুলে ধরা হয় এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে।

নারী নির্যাতনরোধে সচেতনতা সৃষ্টিতে এই প্রামাণ্যচিত্রটি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বলে জানান আয়োজকরা। প্রদর্শনী শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

এ পর্বে তাপস্বী রাবেয়া বলেন, “নারী নির্যাতন রোধে আইন করা হয়েছে। কিন্তু এই আইনের বিষয়ে অনেক নারী সচেতন নয় বা তারা জানেন না।

“বাংলাদেশ সরকার ইউনিয়ন থেকে শুরু করে জেলা পর্যায়ে নারীদেরকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে।”

এছাড়াও ১০৯২১ নম্বরে ফোন করে আইনি সহায়তা পাওয়া যাবে বলে জানান তিনি।

নির্যাতন বিরোধী আইন সম্পর্কে নারীদের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নারী নির্যাতন রোধে পারিবারিক সহিংসতা আইন-২০১০ সরকারে পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু নারীরা আইনটি সম্পর্কে জানলে পারিবারিক নির্যাতনের শিকার হওয়া নারীকে সহায়তা করা সম্ভব হবে।”

এতে আরো বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের নারীর ক্ষমতায়নের পরিচালক হুমায়রা আজিজ।