প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের জ্বালানিমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের জ্বালানিমন্ত্রী জনন্দর শর্মা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2016, 04:24 PM
Updated : 7 Dec 2016, 04:24 PM

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের এই সাক্ষাৎ হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

নিজের দেশের জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে নেপালের জ্বালানিমন্ত্রী এই খাতে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের কথা বলেন।

৮০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার কথা উল্লেখ করে জনন্দর শর্মা বলেন, বাংলাদেশসহ এই অঞ্চলের বিদ্যুতের চাহিদার একটি বিরাট অংশ পূরণ করতে পারে তার দেশ।

বাংলাদেশ নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নেপালে জলবিদ্যুৎ উৎপাদনে কম খরচের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারে।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপরও গুরুত্বারোপ করেন নেপালের জ্বালানিমন্ত্রী।

এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা স্মরণ করেন শেখ হাসিনা।

নেপাল প্রয়োজনে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে জানিয়ে তিনি বলেন, সৈয়দপুর বিমানবন্দর নেপালের সবচেয়ে কাছে হাওয়ায় এটিকে নেপাল পণ্য রপ্তানি ও আমদানিতে ব্যবহার করতে পারে।

নেপালে খাদ্য শস্য ও মাছ রপ্তানির সম্ভাবনার কথাও বলেন তিনি।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‍বিপু এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।