সংসদ বসছে রোববার

দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বসছে রোববার। এটি হবে বছরের শেষ অধিবেশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2016, 12:31 PM
Updated : 3 Dec 2016, 12:31 PM

বিকাল ৪টায় সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য বসতে যাওয়া এ অধিবেশনের আগে ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৪ নভেম্বর সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।

বাধ্যবাধ্যকতা পূরণের জন্য ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আগের ১২তম অধিবেশনে উত্থাপিত কয়েকটি বিল শুরু হতে যাওয়া অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও অধিবেশন চলাকালে নতুন কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়।

সংসদের ১২তম অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয় । দশ কার্যদিবসের ওই অধিবেশনে ছয়টি বিল পাস হয়।