ডিআরইউ’র নেতৃত্বে বাদশা-নোমানী

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও মোরসালিন নোমানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 01:41 PM
Updated : 30 Nov 2016, 06:00 PM

নির্বাহী কমিটির সদস্য পদে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব সর্বাধিক ৬৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের ঢাকায় কর্মরত প্রতিবেদকদের সংগঠনটির বার্ষিক নির্বাচনে বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। গণনা শেষে রাতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফলাফল ঘোষণা করেন।

দৈনিক ইনকিলাব’র বিশেষ প্রতিবেদক সাখাওয়াত হোসেন বাদশা ৬০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোরের ডাক’র বিশেষ প্রতিবেদক মোস্তাক হোসেন পেয়েছেন ২৬২ ভোট এবং করতোয়া’র বার্তা সম্পাদক মাহমুদুর রহমান খোকন পেয়েছেন ২১২ ভোট।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর জ্যেষ্ঠ প্রতিবেদক মোরসালিন নোমানী ৬৮৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসস’র জ্যেষ্ঠ প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ ৪১৪ ভোট পেয়েছেন ।

এটিএন বাংলা’র জ্যেষ্ঠ সাংবাদিক আবু দারদা যোবায়ের ৫৯৩ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি ইনডিপেনডেন্ট এর জ্যেষ্ঠ প্রতিবেদক আনিসুর রহমান ১৯৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ’র জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জেল হোসেন ৬১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদক জিলানি মিল্টন ৪১২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাব’র জ্যেষ্ঠ প্রতিবেদক আফজাল বারী পেয়েছেন ৩৭৯ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানব জমিন’র জ্যেষ্ঠ প্রতিবেদক কাফী কামাল ৭২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নবচেতনা’র জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল হক ভুঁইয়া পেয়েছেন ৩৬২ ভোট।

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ’র প্রতিবেদক শেখ মাহমুদ রিয়াদ (৫৫৯), আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক সংগ্রামের প্রতিবেদক কামাল উদ্দিন সুমন (৬৮৮), দপ্তর সম্পাদক পদে যমুনা নিউজ ২৪ ডটকমের বিশেষ প্রতিবেদক নয়ন মুরাদ(৫২২), নারী বিষয়ক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক দিনার সুলতানা (৭১০) নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন’র প্রতিবেদক মানিক মুন্তাসির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালবেলা’র প্রতিবেদক মজিবুর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আমাদের অর্থনীতি’র প্রতিবেদক আজাদ হোসেন সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নুরুল ইসলাম হাসিব ছাড়া মানবকণ্ঠ এর প্রতিবেদক হাবীবুর রহমান (৫৭৮), জি-টিভির প্রতিবেদক সাইফুল ইসলাম (৫৫৭), আলোকিত বাংলাদেশ’র প্রতিবেদক সাখাওয়াত হোসেন সুমন (৫১১), ইনকিলাব’র হাসান সোহেল (৪৭৫), বৈশাখী টিভি’র প্রতিবেদক হাফিজ আল আসাদ (৪৪২) এবং নিউ নেশনের প্রতিবেদক আনিসুর রহমান (৩৯৯) সদস্য নির্বাচিত হয়েছেন।