ভাগ হল শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 12:32 PM
Updated : 30 Nov 2016, 12:32 PM

বুধবার সরকারি এক তথ্যবিবরণীতে শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগে ভাগ করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশের কথা জানানো হয়।

রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ গঠন করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Secondary and Higher Education Division। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম হবে Technical and Madrasah Education Division.