মানববন্ধনে দীপন হত্যার বিচার দাবি সহকর্মীদের

প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রথম বার্ষিকীতে এ ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 10:04 AM
Updated : 31 Oct 2016, 10:04 AM

সোমবার সকালে দীপনের শাহবাগের আজিজ সুপার মার্কেটের সহকর্মীরা এ মানববন্ধন করেন। মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।

গত বছরের ৩১ অক্টোবর মার্কেটের ভেতরে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন স্বত্ত্বাধিকারী ও সমিতির তখনকার যুগ্ম সম্পাদক দীপন।

মানববন্ধনে সমিতির সভাপতি নাজমুল আহসান বলেন, দীপন খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। আরও চার-পাঁচজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা তারা বলছে।

ফয়সল আরেফীন দীপন (ফাইল ছবি)

“কিন্তু ঘটনার এক বছর পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত মামলার চার্জশিট দেয়নি। আমরা অবিলম্বে চার্জশিট দিয়ে বিচার শুরুর দাবি জানাচ্ছি।”

দীপন স্মরণে দোকান মালিক ও কর্মচারীরা সোমবার সকাল থেকে কালোব্যাজ ধারণ করেন; মার্কেট মসজিদে তার জন‌্য কোরআন খতম হয়।

আসরের নামাজের পর মার্কেটের মসজিদে দীপনের জন‌্য দোয়া হবে বলে জানান সমিতি সভাপতি নাজমুল।

মানববন্ধনে অন্যদের মধ্যে সমিতির কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোরসালিন আহমেদ মিথুন, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান বক্তব্য দেন।