চার ঘণ্টায় দুই দফা ভূকম্পন

চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ও মৃদু- দুই দফা ভূকম্পন অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 07:29 AM
Updated : 26 Oct 2016, 09:25 AM

বুধবার সকাল সাড়ে ৮টা ও বেলা সাড়ে ১২টার দিকে  দুটি ভূকম্পন হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বেলা সাড়ে ১২টায় রিখটার স্কেলে চার দশমিক সাত মাত্রার ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৬০ কিলোমিটার পূর্বে ভারতের মিজোরামে।”

অধ্যাপক হুমায়ুন জানান, ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

এর আগে সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ।

“এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩৭ কিলোমিটার দূরে মিয়ানমারে। ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি,” বলেন সৈয়দ হুমায়ুন। 

ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ফাহিম হোসেন জানিয়েছেন, তারা এর বিস্তারিত তথ্য অনুসন্ধান ও পর্যালোচনা করছেন।

রিখটার স্কেলে চার থেকে চার দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পকে ‘মৃদু’ এবং পাঁচ থেকে পাঁচ দশমিক ৯৯ মাত্রাকে ‘মাঝারি’ হিসেবে ধরা হয়।