জালনোট ও ডলারসহ গ্রেপ্তার ১০

ঢাকা ও নায়ায়ণগঞ্জ থেকে ৬৭ লাখ টাকার জালনোট ও সাড়ে তিন হাজার মার্কিন ডলারসহ দশজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 05:36 AM
Updated : 26 Oct 2016, 12:06 PM

মঙ্গলবার রাতে ঢাকার মীরহাজীরবাগ, নারায়ণগঞ্জের ফতুল্লা  ও বাড্ডা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান।

গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম (৪০), জাহাঙ্গীর (৩৫), নিজাম (৩৫), শহিদ (২৭), মাস্টার আব্দুর রহিম (৩৭),  জাকির (২০), মাহমুদ (৩২)।

বাবুল হোসেন (৩০), আলামিন (৪১) ও আলকাস শেখ (৩২)।

মাসুদুর রহমান বলেন, “গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডাকাতি ও দস্যুতা প্রতিরোধ টিমের সদস্যরা যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ থেকে জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সদস্য জাহাঙ্গীর, নিজাম ও শহিদকে গ্রেপ্তার করে।

“গ্রেপ্তাররা জানায়, জাল টাকা তৈরির মূল কারিগর রফিকুল ইসলাম। তাদের দেওয়া তথ্যানুযায়ী নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রফিক, রহিম, জাকিরকে গ্রেপ্তার করা হয়।”

এই চক্রটির কাছ থেকে জাল টাকা তৈরি সরঞ্জামও উদ্ধার করা হয়।

অন্যদিকে গোয়েন্দা পুলিশ পশ্চিমের চুরি প্রতিরোধ দলের সদস্যরা বাড্ডা থেকে জাল মার্কিন ডলারসহ বাবুল, আলামিন ও আলকাসকে গ্রেপ্তার করে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমান।