দুই জেলা জজ বরখাস্ত

অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের জেলা জজ মো. রুহুল আমিন খোন্দকার এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা জজ মঈনুল হককে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 02:34 PM
Updated : 24 Oct 2016, 02:34 PM

ছবি: প্রতীকী

সোমবার দুটি আদেশ জারি করে বিচার বিভাগের এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করে আইন ও বিচার বিভাগ।

আদেশে বলা হয়, আইন ও বিচার বিভাগে সংযুক্ত ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা জজ রুহুল আমিন এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা জজ মঈনুল হকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সুপ্রীম কোর্টের সঙ্গে পরামর্শ করে মামলা হয়।

কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে এদের লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে বক্তব্য, তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনায় এদের বিরুদ্ধে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।