টিউলিপ-রূপা হককে মন্ত্রিসভার অভিনন্দন

যুক্তরজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া সরকারে স্থান পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক ও রূপা হককে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 12:50 PM
Updated : 24 Oct 2016, 12:50 PM

সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই এই দুজনকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি বলেন, “যুক্তরাজ্যের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শ্যাডো মিনিস্টিার ফর আরলি ইয়ারস এডুকেশন পদে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।

“এছাড়া যুক্তরাজ্যের লেবার পার্টির আরেকজন ছায়ামন্ত্রী মিনস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স উইথ রেসপন্সিবিলিটি ফর ক্রাইম প্রিভেনশন পদে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হককে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।”

লেবার পার্টির সংসদ সদস‌্য টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।

থাই রাজার মৃত্যুতে শোক

থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মৃত্যুতেও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের রাজা ভূমিবল ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভায় যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৭ অক্টোবর মারা যান ডিসি জাহিদুল ইসলাম।