ফ্রেমে ফ্রেমে মৃত্যুর গল্প

প্রতি বছর সড়কে প্রাণ ঝড়ে হাজারো মানুষের, আহতরা হয়ে থাকেন জীবন্মৃত। সড়কে অবিরাম মৃত্যু আর কান্নার গল্পকে ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী নূর আলম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 10:07 AM
Updated : 22 Oct 2016, 12:43 PM

তার তোলা সড়ক দুর্ঘটনার ছবি নিয়ে রাজধানীর ইএমকে সেন্টারে শুরু হয়েছে ‘অন্ধকার মহাসড়ক ও যন্ত্রদানবের গল্প’ (টিয়ার্স অন হাইওয়ে) শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার বিকালে শুরু হয়েছে এই প্রদর্শনী।

নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো এই প্রদর্শনী হচ্ছে।

তিনি বলেন, “দেশের সর্বস্তরের মানুষ, সরকার, বিভিন্ন সংগঠন আরও সচেতন হয়ে উঠবে এই হচ্ছে প্রদর্শনীর লক্ষ্য।”

সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক উঠে এসেছে প্রদর্শনী ঠাঁই পাওয়া ছবিগুলাতে। আছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, তেমনি আছে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দুর্দশার কথা।

প্রসঙ্গক্রমে এসেছে ২০১১ সালে চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির কথা, উঠে এসেছে টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেন-বাস সংঘর্ষে নিহত তাঁত শ্রমিকদের পরিবারের কথা।

আগামী ২৭ অক্টোবর পর‌্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে  রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।