আ. লীগের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টি

আওয়ামী লীগের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং শিয়াওসং।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 07:56 PM
Updated : 21 Oct 2016, 07:56 PM

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঝেং শিয়াওসংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে।

ঝেংয়ের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা ও ঝেং শিয়াওসং।

ঝেং চীনের প্রেসিডেন্টের বিশেষ দূতেরও দায়িত্ব পালন করছেন।

প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে ঝেং বলেন, দুই দেশের সহযোগিতার সম্পর্কে এখন ‘কৌশলগত অংশীদারিত্ব’ এসেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসাও করেন ঝেং শিয়াওসং।

বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও সুসংহত হবে বলে প্রতিনিধি দলের সদস্যরা আশা প্রকাশ করেন।

ঝেং শিয়াওসং প্রধানমন্ত্রীর কাছে চীনের প্রেসিডেন্টের একটি চিঠি হস্তান্তর করেন এবং শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীন সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে চীনের রাষ্ট্রপতির সফরে সহযোগিতার একটি নতুন দরজা খুলে গেছে এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।”