শিল্পকর্ম প্রদর্শনী ‘কান্ট্রি উইদাউট বর্ডার’ শুরু

শিল্পের কোনো দেশ নেই-জাতিভেদ নেই, নেই কোনো সীমারেখাও। শিল্পী কোনো সীমারেখায় বাঁধা পড়েও থাকে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 07:34 PM
Updated : 21 Oct 2016, 07:34 PM

এমন বোধের জায়গা থেকে এবং শিল্পী ও শিল্পের সঙ্গে সম্পর্কের মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে শুক্রবার বিকালে রাজধানীর ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র’র আর্ট গ্যালারিতে শুরু হয়েছে ‘কান্ট্রি উইদাউট বর্ডার’ শিরোনামে দলীয় শিল্পকর্মের আন্তর্জাতিক প্রদর্শনী।

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে-শিল্পী চারু পিন্টু ও এশা জাবিন এবং ভারতের পিনাকি আচার্য ও অশোক কুমার দে।

এই প্রদর্শনীর আয়োজন করেছে-শিল্প-সাহিত্যের আন্তর্জাতিক সংগঠন ‘কান্ট্রি উইদাউট বর্ডারস’।

বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলর্টানেটিভ (ইউডা)’-এর চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ।

এসময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মুহিবুল ইসলাম ইদু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদর্শনীর আয়োজক ‘কান্ট্রি উইদাউট বর্ডারস-বাংলাদেশ’-এর আহ্বায়ক ঋষি এস্তেবান।

অনুষ্ঠানের অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, “সারা বিশ্বের চিত্রকলার ভাষা এক। যেকোনো ভাষার মানুষই ছবি দেখে তার ভালো-লাগার কিংবা মন্দ লাগার অনুভূতি প্রকাশ করে-সহজে। এই সার্বজনীন ভাষার কোনো সীমারেখা থাকা তেমন কিছু নয়।”

শিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বলেন, “পৃথিবীর সৃজনশীল মানুষের এই সীমাহীন-সীমারেখাহীন চিন্তা চেতনার অন্যতম ফসল হলো-শিল্পকর্ম।”