ছবি আঁকলে বিকশিত হয় শিশুর মস্তিষ্ক: সংস্কৃতিমন্ত্রী

মস্তিষ্কের বিকাশে বই পড়ার সঙ্গে শিশুদের ছবি আঁকা ও গান গাওয়ায় উৎসাহ দিতে বলেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 12:10 PM
Updated : 21 Oct 2016, 12:10 PM

রাজধানীতে শুক্রবার ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অভিভাবকদের এ পরামর্শ দেন।

আসাদুজ্জামান নূর বলেন, “লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের বই পড়তে, ছবি আঁকতে, গান করতে উৎসাহ দিলে মস্তিষ্ক ধারালো হবে।

“কেবল ডিজিটাল বাংলাদেশ গড়া-ই সরকারের লক্ষ্য নয়, আমরা চাই একটি মানবিক সমাজ। এই শিশুদের শিল্প-সংস্কৃতির চর্চা করতে দিন, ভবিষ্যতের বাংলাদেশ সম্প্রীতির দেশ হবেই।”

সংগীত পরিচালক শেখ সাদি খান বলেন, “ছোটবেলা থেকে বাচ্চাদের সংস্কৃতিমনা করে গড়ে তুললে বাংলাদেশে সন্ত্রাস বন্ধ হবেই।”

এর আগে সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শিশুদের সঙ্গে নিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতিমন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বার্জার পেইন্টস বাংলাদেশের সহযোগিতায় ডিআরইউয়ের সদস্য সাংবাদিকদের সন্তানদের নিয়ে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে চিত্রাংকন, আবৃত্তি ও গান- এই তিন বিভাগে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

সংগীতশিল্পী খুরশিদ আলম, চারুকলার শিক্ষক আবুল বারক আলভী ও শিল্পী মনিরুজ্জামান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকেলে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।