ঢাকায় চলছে দেয়াল পত্রিকা উৎসব

‘মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ’ স্লোগানে রাজধানীর গণগ্রন্থাগার প্রাঙ্গনে চলছে নবম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 09:07 AM
Updated : 21 Oct 2016, 09:26 AM

বৃহস্পতিবার বিকালে তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এবারের উৎসবে ২৫ জেলার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

উৎসবে প্রদর্শিত পত্রিকাগুলোতে শিক্ষার্থীরা ছোট ছোট লেখায় ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা তুলে ধরেছে; পত্রিকাগুলোর শিরোনামেও দেখা গেছে সৃজনশীলতার প্রকাশ।

ভিকারুননিসা নূন স্কুল ধানমণ্ডি শাখর শিক্ষার্থীরা তাদের পত্রিকার নাম রেখেছে ‘অতঃপর’। ‘শতাব্দীর কোলাহল’ দেয়াল পত্রিকাটি কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের। 

ঢাকার ওয়াইডব্লিউসিএ বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়াল পত্রিকার শিরোনাম ‘বিবর্ণ মানবতা’। ময়নসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের দেয়ালিকার নাম ‘অরুণোদয়’।

‘অহংকার’-এ ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তুলে ধরেছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নারী মুক্তিযোদ্ধা, প্রভাতফেরী, শহীদ মিনার, বেগম রোকেয়ার প্রতিকৃতি।

উৎসবে রয়েছে গাইবান্ধা এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের ‘বার্তা’, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার ‘লোক সংস্কৃতি’, আজিমপুর শাখার ‘বর্ণালি’, জয়পুরহাটের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ‘নারী’, কে এল জুবিলী স্কুলের ‘বাংলার অস্তিত্ব’ সহ আকর্ষণীয় সব দেয়াল পত্রিকা।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও চিত্রশিল্পী রফিকুন নবী শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।