অ্যাম্বুলেন্সচাপায় আহত আরও একজনের মৃত‌্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2016, 03:33 AM
Updated : 21 Oct 2016, 03:33 AM

ছয় দিন আগের ওই ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচ জনে, যাদের মধ‌্যে এক নারী ছিলেন অন্তঃসত্ত্বা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া জানান, ওই ঘটনায় আহত রমজান আলী (৩০) নামের একজন ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত‌্যু হয়।

রমজান পেশায় ছিলেন একজন রিকশাচালক, বাড়ি কুমিল্লায়। অ্যাম্বুলেন্সের ধাক্কায় তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে বাচ্চু মিয়া জানান।

গত ১৫ অক্টোবর সকালে হাসপাতালের জরুরি বিভাগের কাছে ‘মানব সেবা’ নামের দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ‌্যে আমেনা বেগম সূর্যি (৩৫) ছিলেন অন্তঃসত্ত্বা; আঘাতের কারণে তার পেটের সন্তানেরও মৃত‌্যু হয়। মারা যান গোলেনূর বেগম (২৫), তার ছেলে সাকিব (৭) এবং অজ্ঞাত পরিচয় আরও একজন।

আহতদের মধ্যে এখন সজিব নামে একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার বাঁ পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এসআই মো. বাচ্চু মিয়া জানান, নাসির মিস্ত্রী নামে একজন ওই অ্যাম্বুলেন্সের মালিক। তবে তিনি ঘটনার সময় গাড়িতে ছিলেন না। গাড়ি চালাচ্ছিলেন তার সহকারী সোহেল।

ঘটনার পরপরই পুলিশ সোহেলকে আটক করে; পরে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে।