খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগকর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারায়ণগঞ্জের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে, যিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনার কর্মসূচিতে অংশ নিতে ঢাকা এসেছিলেন বলে খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2016, 04:32 PM
Updated : 30 Sept 2016, 04:57 PM

নিহত ইসমাইল হোসেন হৃদয় (২৭) রূপগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এরশাদ উল্লাহর ছেলে।

তিনি রূপগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে রেলওয়ের ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয়ে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে আসা চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।”

তার সঙ্গে থাকা সংগঠনের নেতাকর্মীরা ইসমাইলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বলে বলে জানান ওসি।

ইসমাইলকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেলে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে  মেডিকেল  পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।   

ইসমাইল রুপগঞ্জের মুরাপাড়া ডিগ্রি কলেজের ছাত্র জানিয়ে স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর পিএস এমদাদুল হক বলেন, “সে প্রধানমন্ত্রীর সংবর্ধনায় গিয়েছিল বলে আমরা শুনেছি।”

জাতিসংঘ সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে ‘গণঅভ‌্যর্থনা’ জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় শাহজালালে অবতরণ করলেও এই কর্মসূচি ঘিরে দুপুরের পর থেকেই বিমানবন্দর ও আশপাশের এলাকায় অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা।