বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান রিমান্ডে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্রসহ আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক আনিসুল ইসলাম তালুকাদার ও মো. মনির বেন আলিকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 12:36 PM
Updated : 28 Sept 2016, 01:11 PM

বিমানবন্দর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বুধবার ওই দুইজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।     

শুনানি শেষে মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. আনিসুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রিমান্ডের আবেদনে এই দুইজনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুনানির সময় দুই আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলেও জানিয়েছেন তিনি।

খেলনা বন্দুকের ঘোষণা দিয়ে নয়টি আগ্নেয়াস্ত্রসহ শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় মঙ্গলবার দুবাই হয়ে আসা ওই দুই ব‌্যক্তিকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।