ঢাকায় পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণ, ছয়জন দগ্ধ

ঢাকার ধানমণ্ডিতে একটি ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাৎক্ষনিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 08:02 AM
Updated : 28 Sept 2016, 08:02 AM

দগ্ধরা হলেন- শিরিন আক্তার (২৭), সাদ্দাম হোসেন (৩০), আবেদ আলী (৪৫), আব্দুর রাজ্জাক (২৩), মো. মাসুম আলী (২৪) ও আব্দুর রাজ্জাক (৫০)। তাদেরকে ঢাকা মডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

ধানমণ্ডি থানার ওসি মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিন ধরে চার নম্বর সড়কের ৩৪/এ নম্বর বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক সংস্কার করছিল শ্রমিকরা।

“চারতলা ভবনের ওই ট্যাঙ্কে পানি ছিল না। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

“বিস্ফোরণের কারণ জানা যায়নি। আতদের মধ্যে আবেদ আলী ওই বাসার নিরাপত্তাকর্মী, অন্যরা শ্রমিক।”

বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, শিরিন আক্তারের ২০ শতাংশ, সাদ্দামের ৩০, আবেদ আলী ৩৮, রাজ্জাকের (ছোট) ২৭, রাজ্জাক (বড়) ৩৮ ও মাসুমের শরীরের ৪৯ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি মো. এনায়েত হোসেন বলেন, “বিস্ফোরণের খবর পেয়ে মোহাম্মদপুর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।”

বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, “রির্জাভ ট্যাঙ্কে পানি ছিল না। সেখানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে কাজ করছিল শ্রমিকরা।

“অতিরিক্ত গ্যাসের কারণে বাতি ফেটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।”