হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 07:13 AM
Updated : 28 Sept 2016, 07:28 AM

জন্মদিন উপলক্ষে শেখ হাসিনাকে লেখা শুভেচ্ছাবার্তায় মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।

বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ৭০তম জন্মদিনে ঢাকায় ভারতীয় দূতাবাস মোদীর শুভেচ্ছাবার্তা প্রকাশ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

শেখ হাসিনাকে লেখা বার্তায় মোদী বলেন, “জন্মদিনে আপনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।”

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আপনার সাহসী নেতৃত্ব বাংলাদেশের জনগণকে কঠিন সময়েও আশার আলো দেখিয়েছে।

“উন্নয়ন থেকে নিরাপত্তা- সব ক্ষেত্রেই বাংলাদেশ আপনার নেতৃত্বে শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।”

আগামী মাসে গোয়ায় ব্রিকস সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতির অপেক্ষায় থাকার কথাও জানান মোদী।

আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগ এগিয়ে নিতে শেখ হাসিনা ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।