সৈয়দ হকের মৃত‌্যুতে মর্মাহত এরশাদ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 02:05 PM
Updated : 27 Sept 2016, 02:48 PM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “সৈয়দ শামসুল হকের ‍মৃত্যুর খবর শুনে আমি দারুণভাবে মর্মাহত হয়েছি। তার মতো একজন কবি ও লেখকের মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়।”

এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনে জাতীয় কবিতা পরিষদের নেতা হিসেবে সক্রিয় থাকা সৈয়দ হক ফুসফুসের ক‌্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকালে মারা যান।

১৯৯০ এর গণআন্দোলনে ক্ষমতাচ‌্যুত এরশাদ ওই আন্দোলনে সক্রিয় সৈয়দ হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

পৃথক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, “সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য বাংলা সাহিত্য অঙ্গণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

দলের চেয়ারম্যানের মতো তিনিও সৈয়দ হকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।