কপিরাইট: ইত্তেফাককে চিঠি বিডিনিউজ টোয়েন্টিফোরের

অনুমতি ছাড়া কনটেন্ট ও ছবি ব‌্যবহারের মাধ‌্যমে কপিরাইট আইন ভঙ্গ করার অভিযোগে দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণকে চিঠি দিয়ে সতর্ক করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 09:54 AM
Updated : 27 Sept 2016, 10:04 AM

মঙ্গলবার পাঠানো এই চিঠিতে ‘আইন ভঙ্গের’ জন‌্য ইত্তেফাককে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এতে সাড়া না দিলে ইত্তেফাকের বিরুদ্ধে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে চিঠিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, তাদের এসব কনটেন্ট সম্প্রতি ইত্তেফাকের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। এভাবে কনটেন্ট ব‌্যবহার কপিরাইট আইনের স্পষ্ট লঙ্ঘন। 

ইত্তেফাকের এই বেআইনি ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষের কাছে রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্তৃপক্ষ আশা করছে, চিঠি পাওয়ার ১৫ দিনের মধ‌্যে ইত্তেফাক আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে তা তাদের নিউজ পোর্টালে প্রকাশ করবে। স্বীকার করবে যে ওই কনটেন্ট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এবং তা অনুমতি ছাড়াই ব‌্যবহার করা হয়েছিল।

ক্ষমা চাওয়ার পাশাপাশি এ ধরনের কাজ আর না করার প্রতিশ্রুতি দিয়ে ইত্তেফাক নির্ধারিত সময়ের মধ‌্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদককে চিঠি দেবে বলেও আশা করছে বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আইনি পরামর্শক ইলোরা ফারুক আহমেদ জানান, ইত্তেফাক ১৫ দিনের মধ‌্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে।