পুরান ঢাকায় দগ্ধ শিশুর মৃত‌্যু

পুরান ঢাকার এক বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই বছর বয়সী সনজিদা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 03:35 AM
Updated : 27 Sept 2016, 03:35 AM

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সানজিদার শরীরের ৩৮ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত‌্যু হয়।

সানজিদার বাবা রেজাউল করিম (২৭), মা রানী (২২) ও বোন আনিকা (৩) একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান পার্থ।

গত বৃহস্পতিবার ভোরে চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির মো. জাহাঙ্গীরের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগলে ওই পরিবারের চারজন দগ্ধ হয়।

পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার কানিজ ফাতেমা পাপড়ি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে তাদের ধারণা।