গবেষণায় অনুদান ও বৃত্তি পেলেন ঢাবির ১৮ শিক্ষক-শিক্ষার্থী

আইএফআইসি ব্যাংকের গবেষণা অনুদান ও বৃত্তি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং ১৬ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 10:02 AM
Updated : 26 Sept 2016, 04:55 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও অনুদানের চেক তুলে দেন।

আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণার জন‌্য অনুদান পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবরার হোসেন ও মো. সেলিম।

এছাড়াও সমুদ্র বিজ্ঞান বিভাগ এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আটজন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও বিভিন্ন বিভাগের অন্য আটজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মেধাবীদের সহায়তায় এগিয়ে আসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার বিশেষ অতিথি ছিলেন।

সিএসআরের আওতায় আইএফআইসি ব্যাংক ২০১২ সালের ১৯ নভেম্বর ৩০ লাখ টাকা অনুদান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে।