বিদেশে বসেই জরুরি দাপ্তরিক কাজ সারছেন প্রধানমন্ত্রী

প্রায় দুই সপ্তাহ ধরে বিদেশে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকেও জরুরি দাপ্তরিক কাজগুলো সারছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 07:24 AM
Updated : 26 Sept 2016, 07:24 AM

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী বর্তমানে ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে রয়েছেন।

সেখানে বসেই প্রধানমন্ত্রী রোববার ১৫টি গুরুত্বপূর্ণ ফাইলে ‘ইলেট্রনিক’ স্বাক্ষর করেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।  

তিনি জানান, ওই ১৫টি ফাইলসহ মোট ২৪টি ফাইল দুই দিনে অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। আগের দিন শনিবার মোট নয়টি গুরুত্বপূর্ণ ফাইলে তিনি সই করেন।

“প্রধানমন্ত্রী তার অফিসকে নির্দেশনা দিয়ে রেখেছেন যাতে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সব গুরুত্বপূর্ণ ফাইল তাকে ইলেকট্রনিক‌্যালি পাঠিয়ে দেওয়া হয়।”

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সফর শেষে তার ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও পরে তা পেছানো হয়।

তিনি ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবেন বলে তার প্রেস সচিব জানান।