মহাখালীতে পুরনো বন ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার মহাখালীতে পুরনো বন ভবনের পঞ্চম তলায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2016, 05:22 AM
Updated : 26 Sept 2016, 07:04 AM

বন বিভাগের বন‌্যপ্রাণী বিভাগের পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীর আমতলীতে সাত তলা ওই ভবনের পঞ্চম তলায় জেনারেটর রুম থেকে সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ধোঁয়া বের হতে শুরু করে।

“ধোঁয়া দেখে আমরা ভবন থেকে বের হয়ে যাই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।”

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিয়াজ আহমেদ জানান, তাদের বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ‌্যে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ভবনের তেমন কোনো ক্ষতি হয়নি।

“ভবনের পঞ্চম তলায় টয়লেটের কাছে একটি পোর্টেবল জেনারেটর আছে। ওই জেনারেটরের পাশে কিছু বাতিল কাগজপত্র ও জিনিসপত্র জমানো ছিল। কোনোভাবে জেনারেটর থেকে স্পার্ক করে ওই গার্বেজে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”