অফিস শেষে সচিবালয়ে না থাকার নির্দেশ

নিরাপত্তার কারণ দেখিয়ে অফিস সময়ের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অবস্থান না করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2016, 01:39 PM
Updated : 26 Sept 2016, 05:00 AM

শনিবার মন্ত্রণালয়ের এক আদেশে এই নির্দেশনা দিয়ে বলা হয়েছে, অফিস সময়ের পরে কারও সচিবালয়ে অবস্থানের প্রয়োজন হলে আগে থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

আদেশে বলা হয়, “বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু সংখ্যক কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতে থাকেন, যা কাম্য নয়।

“সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর বিধায় আইনশৃঙ্খলা বাহিনী বাদে পূর্বানুমতি ছাড়া রাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। অনুমতি ছাড়া কোনো কর্মচারী রাতে যেন সচিবালয়ে না থাকেন সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।”

কোনো কর্মচারী অফিস সময়ের পর যেন সচিবালয়ে অবস্থান না করেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে।