বেতন-ভাতা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান এক প্রধান শিক্ষক

২০ বছরের বেতন-ভাতা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 09:32 AM
Updated : 24 Sept 2016, 02:07 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শামীম আখতার এ সংবাদ সম্মেলন করেন।

নিজেকে স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দাবি করে এ প্রধান শিক্ষক বলেন, “১৯৯৬ থেকে আমি কোনো বেতন-ভাতা পাচ্ছিনা। চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে তাই প্রধানমন্ত্রীর দ্বারস্ত হয়েছি।”

১৯৮৪ সালের ১৭ ডিসেম্বর স্কুলে যোগ দেন শামীম আখতার। পরে ’৯৬ সালে তাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। ওই সময় থেকে তার বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

“বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করলে আদালত আমার পক্ষে রায় দেয়। বেতন-ভাতার জন্য ২০০৯ সালে কুমিল্লা জজ কোর্টে মানিসুট মামলা করি। চার বছর পর হাই কোর্ট আমার বকেয়া বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিলেও এখন পর্যন্ত কোনো বেতন-ভাতা পাইনি।”

এ বছরের শেষে ‘অবসরে যাচ্ছেন’ জানিয়ে পাওনা পেতে শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন জানান শামীম আখতার।

সংবাদ সম্মেলনে তার ছেলে রেদোয়ানুর রহমান আশরাফী ও আত্মীয় কাইয়ুম ইসলাম প্রতীক উপস্থিত ছিলেন।