নাজমুল কাওনাইন যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার

মো. নাজমুল কাওনাইনকে যুক্তরাজ্যের পরবর্তী হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 07:54 AM
Updated : 24 Sept 2016, 08:27 AM

পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ কর্ম কমিশন (বিসিএস) ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা এখন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত।

মো. নাজমুল কাওনাইন

এর আগে নাজমুল কাওনাইন সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর তিনি জেনেভার গ্রাজুয়েট ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন।