মোহাম্মদপুরে এক শিশুর পায়ুপথে হাওয়া

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এগার বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2016, 04:58 PM
Updated : 31 August 2016, 04:58 PM

এ ঘটনার শিকার শিশু আরন (১১) মোহাম্মদপুর কাঁটাশুর বেড়িবাঁধের মেঘলা অটোমোবাইল কার ওয়ার্কশপে কাজ করে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।  

বুধবার বিকালে এ ঘটনার পর সন্ধ্যায় শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যার দিকে ওই ওয়ার্কশপের মালিক সাদ্দাম হোসেন আরনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা আরনকে অপারেশন থিয়েটারে নিয়েছেন।

জরুরি বিভাগের অপারেশন শাখায় কর্মরত চিকিৎসক হিমাদ্রী বলেন, “আরনের পেট ফুলে গেছে। তার জরুরি অপারেশন প্রয়োজন। অবস্থা আশঙ্কাজনক।”

ওয়ার্কশপের মালিক সাদ্দাম বলছেন, তার ওয়ার্কশপে আরনের সমবয়সী শরীফুল ও রাব্বী নামে দুই শিশু কাজ করে। তারাই শিশুটির পায়ুপথে হাওয়া দিয়েছে।

হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, বিকাল ৩টার দিকে দোকান থেকে খেতে যান তিনি। এসে দেখেন, দোকানের ফ্লোরে শুয়ে আছে আরন; তার পেট ফুলে গেছে।

“আরনকে জিজ্ঞাসা করলে জানায়, সমবয়সী শরীফুল ও রাব্বী তাকে জোর করে ধরে পায়ু পথে হাওয়া ঢুকিয়ে দিয়েছে।”

সাদ্দাম বলছেন, এ ঘটনার পর আরনকে প্রথম বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে এ আনা হয়।