তিনদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ব্রিটিশ প্রতিমন্ত্রী

তিনদিনের সফর শেষ করে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের উন্নয়ন সফলতার প্রশংসা করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রোরি স্টুয়ার্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 07:22 PM
Updated : 30 August 2016, 07:22 PM

মঙ্গলবার সফর শেষে এক বিবৃতিতে এই প্রশংসার পাশাপাশি বাংলাদেশ সাম্প্রতিক সময়ে জঙ্গিদের সহিংস আঘাতের মুখোমুখি হওয়া একমাত্র দেশ নয় মন্তব্য করে সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

“জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং সহিষ্ণুতা, অন্তর্ভুক্তি ও স্থায়ীত্ব বাড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।”

তিনদিনের সফরে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিতি একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি তৈরি পোশাক কারখানাসহ বেশকিছু উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন রোরি স্টুয়ার্ট।

গত অর্থবছরে এসব প্রকল্প বাস্তবায়নে যুক্তরাজ্য ১৮৫ মিলিয়ন পাউন্ড অর্থায়ন করে বলে জানান দেশটির এই প্রতিমন্ত্রী।

বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় বিশেষত দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহায়তা দেয় যুক্তরাজ্য।

রোরি স্টুয়ার্ট তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও সাক্ষাৎ করেন।