উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন

উপানুষ্ঠানিক শিক্ষা আইন বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 05:54 PM
Updated : 30 August 2016, 05:54 PM

এই বোর্ড গঠন করে গত শনিবার গেজেট জারি হয়েছে।

এর আগে ২০১৪ সালের ২৭ নভেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা আইন প্রণয়ন করে সরকার।

উপানুষ্ঠানিক শিক্ষা আইনের ১৫ ধারায় বলা হয়েছে, “এই আইন প্রবর্তনের পর যথাশীঘ্র সম্ভব সরকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকারি গেজেট দ্বারা এক বা একাধিক উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করতে পারবে।”

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদাধিকার বলে এই বোর্ডের চেয়ারম্যান হবেন। বোর্ড সরকারের অনুমোদন নিয়ে নিজস্ব উপ-বিধি ও কর্মপ্রণালী প্রণয়ন করতে পারবে।

আইন অনুযায়ী, উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার বয়সসীমা ধরা হয়েছে ৮ থেকে ১৪ বছরের শিশু, যারা কখনও স্কুলে যায়নি বা প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই স্কুল থেকে ঝড়ে পড়েছে।

আর বয়স্ক ও জীবনব্যাপী শিক্ষার বয়সসীমা ১৫ ও এর উপরের বয়সের নারী-পুরুষ।