শিক্ষা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু

শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 12:46 PM
Updated : 30 August 2016, 12:46 PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার এক অনুষ্ঠানে নিজের স্মার্ট কার্ড পাঞ্চ করে এই পদ্ধতির উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিজিটাল হাজিরা চালুর ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা এবং অফিস ছাড়ার সময় মনিটরিংয়ের পাশাপাশি এ সংক্রান্ত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে।

“শিক্ষা মন্ত্রণালয়ের অফিস ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও গতি বাড়াতে ভূমিকা রাখবে।”

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।