হামলায় নিহত পুলিশের পরিবার রেশন পাবে: আইজিপি

কর্তব্যরত অবস্থায় দুস্কৃতিদের হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে রেশন দেবে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 12:18 PM
Updated : 30 August 2016, 12:56 PM

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক মঙ্গলবার রাজারবাগে এক অনুষ্ঠানে বলেন, “দায়িত্বরত অবস্থায় দুস্কৃতিদের হামলায় কোনো পুলিশ সদস্য মারা গেলে তার পরিবারকে রেশন দেব।

“ওই পুলিশ সদস্য যতদিন চাকরি করতেন ততদিন তার পরিবারের তিন সদস্যের জন্য রেশন দেওয়া হবে।”

হামলায় নিহত পুলিশের পরিবারের সদস্যদের রেশন দেওয়ার সরকারি সিদ্ধান্ত সোমবারই মিলেছে বলেও জানান আইজিপি।

অনুষ্ঠানে গুলশান ও শোলাকিয়ার সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশের সদস্যদের স্বজনের হাতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন আইজিপি।

গত ১ জুলাই ‍গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত বনানী থানার ওসি সালাউদ্দিন এবং গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম।

গুলশান হামলার এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের সকালে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা হয়। হামলায় নিহত হন পুলিশের দুই কনস্টেবল।