পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে রেড ক্রিসেন্টের কর্মীরা

অষ্টম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2016, 10:21 AM
Updated : 30 August 2016, 10:21 AM

মঙ্গলবার সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণদিবস এই কর্মবিরতি তৃতীয় দিনের মতো পালন করেন তারা।

প্রতিষ্ঠানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক সিরাজুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক কাজে সরকারের সহযোগী সংগঠন হিসেবে এর আগের ৭টি বেতন স্কেল বাস্তবায়ন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। কিন্তু বিগত জানুয়ারি ২০১৬ থেকে শুরু হওয়া অষ্টম বেতন স্কেল নানা অজুহাতে বাস্তবায়ন করছে না প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্ষদ।

দীর্ঘদিন অপেক্ষার পর সোসাইটির ৪৯১জন কর্মকর্তা-কর্মচারী সারাদেশে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

“কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ৮ম জাতীয় পে-স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”