জগন্নাথ সাংবাদিক সমিতি কার্যালয় সিলগালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক স‌মি‌তির কার্যালয় সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যািলয় প্রশাসন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 05:16 PM
Updated : 29 August 2016, 05:16 PM

এই কার্যালয়ে সরকারবিরোধী কার্যক্রম চলে বলে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

সোমবার দুপুরে সমিতির কার্যালয় সিলগালা করার পর বিশ্ববিদ্যা লয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যববস্থা নেওয়া হবে। আপাতত সমিতি সিলগালা করে রাখা হল।”

এর আগে সকালে বিশ্ববিদ্যা।লয়ে কর্মরত সাংবা‌দিকদের একদল একজন গো‌য়েন্দা কর্মকর্তা‌কে সঙ্গে নিয়ে স‌মি‌তির কার্যালয়ে ঢোকেন।

তারা জানান, সেখানে দেশীয় অস্ত্র, সরকারবিরোধী প্রকাশনা, বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত ইসলামী ছাত্র শিবির নেতাদের ভিজিটিং কার্ড পাওয়া যায়।

সমিতিতে জাতির জনকের ছবি পড়ে থাকা অবস্থায়ও পাওয়া যায় বলে তারা জানান। তখন তারা প্রক্টর কার্যালয়ে বিষয়টি জানান।