সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছাড়লেন কেরি

আট ঘণ্টার সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি; সফরে তিনি সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়ে গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 12:43 PM
Updated : 29 August 2016, 03:46 PM

বাংলাদেশে প্রথম সফরে সোমবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকায় নামেন কেরি। কর্মব‌্যস্ত সময় পেরিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে নয়া দিল্লির উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি।

ঢাকায় নেমেই ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে বাংলাদেশের জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তিনি।

বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর কেরি বারিধারায় যুক্তরাষ্ট্রের চ‌্যান্সেরি কমপ্লেক্সে গেলে সেখানে তার সঙ্গে দেখা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা ছাড়ার আগে ধানমণ্ডিতে এডওয়ার্ড কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বক্তৃতা দেন এবং মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

বিমানবন্দরে কেরিকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।