শহীদ কাদরী ও মুহিতুলের মৃত্যুতে মন্ত্রিসভার শোক

বাংলার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আ ফ ম মুহিতুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 09:33 AM
Updated : 29 August 2016, 09:33 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব পাস হয় বলে সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই কবি ওই দুজনের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহিত হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী (৭৪) গত রোববার নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আর বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল ইসলাম (৬৩) গত ২৫ অগাস্ট চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের সময় ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন তিনি।