শহীদ কাদরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর মৃত্যুতে  শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 03:09 PM
Updated : 28 August 2016, 03:27 PM

নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার স্থানীয় সময় সকাল ৭টায় মারা যান শহীদ কাদরী।

কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ ও জ্বর নিয়ে সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তার মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “শহীদ কাদরীর মৃত্যুতে আধুনিক বাংলা কবিতা এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।”

প্রয়াত এই কবির আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরও কবি শহীদ কাদরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর শহীদ কাদরী লিখেছিলেন ‘হন্তারকদের প্রতি’:

বাঘ কিংবা ভালুকের মতো নয়,

বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙরের দল নয়

না, কোনো উপমায় তদের গ্রেপ্তার করা যাবে না

তাদের পরনে ছিল ইউনিফর্ম

বুট, সৈনিকের টুপি,

বঙ্গবন্ধুর সাথে তাদের কথাও হয়েছিল,

তারা ব্যবহার করেছিল

এক্কেবারে খাঁটি বাঙালির মতো

বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই ওরা মানুষের মতো

দেখতে, এবং ওরা মানুষই

ওরা বাংলা মানুষ

এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনব না কোনোদিন।