পর্দা উঠল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 12:27 PM
Updated : 28 August 2016, 12:34 PM

রোববার সকালে শহীদ ক‌্যাপ্টেন এম মনসুর আলী হ‌্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ‌্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী দিনের একটি খেলায় দৈনিক অবজারভার মাঠে না আসায় রেফারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করেন।

এর মধ‌্য দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ সংবাদ সংস্থাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দেশের প্রথম দ্বিভাষিক ইন্টারনেট পত্রিকার এই দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দল

এবারের টুর্নামেন্টে ৩৪টি দল অংশ নিয়েছে।

দলগুলো হল- যুগান্তর, চ্যানেল আই, যমুনা টিভি, ইউএনবি, সমকাল, রেডিও টুডে, দ্য রিপোর্ট, জিটিভি, বৈশাখী টিভি, কালের কণ্ঠ, বাসস, প্রথম আলো, নয়াদিগন্ত, জনকণ্ঠ, সংবাদ প্রতিদিন, বর্তমান, এটিএন নিউজ, ইত্তেফাক, ইনকিলাব, ফিনান্সিয়াল এক্সপ্রেস, আমাদের সময়, আরটিভি, বাংলা ট্রিবিউন, ইন্ডিপেন্ডেন্ট, অবজারভার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলি স্টার, চ্যানেল ২৪, বাংলাভিশন, আলোকিত বাংলাদেশ, বাংলানিউজ, খোলাকাগজ, এটিএন বাংলা ও মানবজমিন।

১ সেপ্টেম্বর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি, রানার্স আপ পাবে ২০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। ফেয়ার প্লে পাবে শুধু ট্রফি।

এছাড়া সেরা খেলোয়াড় পাবে ৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। সর্বোচ্চ গোলদাতা পাবে ৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি।