গাজীপুরে বদলাচ্ছে সাড়ে ৩ হাজার ফোন নম্বর

গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 10:15 AM
Updated : 28 August 2016, 10:15 AM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জের ৯২৬xxxx গ্রুপের তিন হাজার ৪০০ টেলিফোনের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে।

এসব নম্বরের শুরুতে ৪ যুক্ত করে নিলেই পাওয়া যাবে আট ডিজিটের নতুন নম্বর। অন‌্য সব ডিজিট অপরিবর্তিত থাকবে।

যেমন এতোদিন যে ফোনের নম্বর ছিল ৯২৬১০০০, সেটির নতুন নম্বর হবে ৪৯২৬১০০০।

এ পরিবর্তন কার্যকর হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে। নম্বর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিফোন করে গ্রাহককে তার নতুন নম্বর জানিয়ে দেবে বিটিসিএল।

পরিবর্তিত বা নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল গাজীপুর কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

এছাড়া পরিবর্তিত নম্বর জানতে এবং জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারে ১৬৪০ নম্বরে অথবা অফিস সময়ে ৯২৬১৫০০ ও ৪৯২৬৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।