ওয়ারীতে এসি বিস্ফোরণে দগ্ধ কিশোরের মৃত্যু

পুরান ঢাকার ওয়ারীতে নিজেদের ঘরের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ দুজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 05:50 AM
Updated : 2 Sept 2016, 06:02 AM

মৃত ফাহিম শিকদার (১৪) অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের ছেলে। সে ধানমণ্ডির একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

শনিবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায় বলে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফাহিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বিস্ফোরণে দগ্ধ তার দাদী পারুল আক্তার (৬৫) এখনো চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৩৭ শতাংশ পুড়েছে।

টিপু সুলতার রোডের চতুর্থ তলা বাড়ির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে শনিবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার ওসি মো. জিহাদ হোসেন ওই সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে গুরুতর আহত পারুল ও তার নাতি ফাহিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ফয়সালের স্ত্রী ও তার আরেক ছেলেও সামান্য আহত হয়েছে।