ওয়ারীতে এসি বিস্ফোরণে দাদি-নাতি দগ্ধ

পুরান ঢাকার ওয়ারীর ‍এক বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দুই নারী দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 07:40 AM
Updated : 27 August 2016, 07:40 AM

এরা হলেন- অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ফয়সাল শিকদারের মা পারুল আক্তার (৬৫) ও তার মেয়ে ফাহিম শিকদার (১৪)। ফাহিম ধানমণ্ডির একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

টিপু সুলতার রোডের চতুর্থ তলা বাড়ির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে ওয়ারী থানার ওসি মো. জিহাদ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিস্ফোরণে গুরুতর আহত পারুল ও তার নাতি ফাহিমকে দ্রুত ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। ফয়সালের স্ত্রী ও তার ছেলেও সামান্য আহত হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, “দুজনের অবস্থা আশঙ্কাজনক। ফাহিমের শরীরের ৯৫ শতাংশ আর পারুলের শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা  আতিকুল আলম চৌধুরী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।