বসুন্ধরা সিটি খুলতে আরও সময়

দুই দিনের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানোর পর তিন দিন পেরিয়ে গেলেও এখনও খোলেনি রাজধানীর বড় বিপণি বিতানের একটি বসুন্ধরা সিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 01:44 PM
Updated : 25 August 2016, 01:54 PM

পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হলেও কেন্দ্রীয় শীতাতপ যন্ত্র (এসি) ঠিকমতো কাজ না করায় খুলতে সময় লাগছে। এজন‌্য আরও অন্তত দুই দিন লাগবে বলে বসুন্ধরার কর্মকর্তারা জানিয়েছেন।

গত রোববার বসুন্ধরা সিটির নয় তলা বিপণি বিতানের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস মঙ্গলবার ভবনটি মালিকানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়।  

ঈদের আগে এই অগ্নিকাণ্ডের পর কবে বসুন্ধরা সিটি খুলবে- বৃহস্পতিবার জানতে চাইলে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসিমউদ্দিন বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ। এখন উপরের লেভেলগুলোতে উঠলে আর শ্বাসকষ্ট হয় না।

“তবে সেন্ট্রাল এসি কাজ করছে না। তার চালুর কাজ চলছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যে খুলতে পারব।”

বিপণি বিতান দ্রুত খুলতে বলছেন দোকান মালিকরা। বৃহস্পতিবারও দোকান মালিক সমিতির সঙ্গে দুবার বৈঠক করে বিপণি বিতান কর্তৃপক্ষ।

বসুন্ধরার দোকান মালিক সমিতির সভাপতি এম এম হান্নান আজাদ বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত আমাদের দোকান পাট খোলার জন।

রোববার কিংবা সোমবার বিপণি বিতান খোলা হলেও ষষ্ঠ তলার যে ব্লকে আগুন লেগেছে তার ঠিক ওপরের ব্লক খুলতে ১০ থেকে ১২ দিন লাগতে পারে বলে জানান জসিম।  

তিনি বলেন, ষষ্ঠ তলার ‘সি’ ব্লকে আগুন লাগলেও সেই তাপে ঠিক ওপরের ব্লকেরও ক্ষতি হয়েছে।

আগুনে ষষ্ঠ তলার সি ব্লকের একশ দোকানের প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণসহ সার্বিক বিষয় দেখতে মার্কেট কর্তৃপক্ষ সাত সদস্যের একটি ‘টেকনিক্যাল কমিটি’ গঠন করেছে।

ফায়ার সার্ভিসও অগ্নিকাণ্ডের কারণ জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।