ঈদের আগেই খুলবে স্টার সিনেপ্লেক্স

রাজধানীর বহুতল বিপণি বিতান বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ থাকা দেশের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স ঈদুল আযহার আগেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2016, 07:20 AM
Updated : 25 August 2016, 07:35 AM

আগুনের ঘটনার চার দিন পর বসুন্ধরা সিটির সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অষ্টম তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স সাময়িকভাবে বন্ধ রাখার কথা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, “বসুন্ধরা সিটি শিপিং মলে আগুন লাগার কারণে সাময়িকভাবে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স।”

তবে ঈদুল আযহার আগেই সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্স চালু হবে বলে মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। সেটা সংস্কারে খুব দ্রুত কাজ চলছে।

“সামনেই ঈদুল আযহা, দ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্সের যাবতীয় কার‌্যক্রম পুরোদমে চালু হবে।”

অগ্নিকাণ্ডের দিন সিনেমা দেখার জন্য যার টিকেট কিনেছিলেন, পরে তাদের নির্দিষ্ট সেসব ছবি দেখার সুযোগ দেওয়া হবে বলে মেজবাহ জানান।

রোববার বেলা ১১টার দিকে বসুন্ধরা সিটির লেভেল সিক্সের সি ব্লকে একটি জুতার দোকান থেকে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে।

ওই ব্লকের একশ দোকানের প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।

অগ্নি নির্বাপক কর্মীরা দুই দিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ডাম্পিং শেষ করার পর মঙ্গলবার বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে ভবন বুঝিয়ে দেয়।

বসুন্ধরা সিটির অষ্টম তলায় অবস্থিত দেশের এই সর্ববৃহৎ প্রেক্ষাগৃহটি।