আফসানা-তনু: বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

ঢাকায় ছাত্র ইউনিয়নকর্মী আফসানা ফেরদৌসের মৃত্যু এবং কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যায় জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 04:16 PM
Updated : 24 August 2016, 04:16 PM

তাদের অন্য দাবিগুলো হলো- পহেলা বৈশাখে বর্ষবরণে যৌন নিপীড়নে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, নারী-শিশু হত্যা ও নির্যাতনকারী সবাইকে বিচারের আওতায় আনা, ঘরে-বাইরে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং সিডো সনদ বাস্তবায়ন।

স্মারকলিপির সঙ্গে এসব দাবির সমর্থনে ৪৫ হাজার ব্যক্তির স্বাক্ষর সংযুক্ত করে দেওয়া হয়েছে বলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য জানিয়েছেন।

‘ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়, আর্থিক ও পেশি শক্তির বলে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়’ বলে মন্তব্য করেন তিনি।

আফসানা ফেরদৌসের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রবিনকে   বাঁচানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করেন নারীমুক্তি কেন্দ্রের এই নেতা।

কুমিল্লা সেনানিবাসের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু খুন হওয়ার পর পাঁচ মাস পেরোলেও এখনও খুনি ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।