তাভেল্লা হত্যামামলা বিচারের জন্য গ্রহণ

ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যামামলার অভিযোগপত্র আমলে নিয়ে এটি বিচারের জন্য গ্রহণ করেছে ঢাকার জজ আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 02:41 PM
Updated : 24 August 2016, 05:52 PM

পাশাপাশি এই মামলার পলাতক দুই আসামি বিএনপি নেতা এম এ কাইয়ুম এবং মুহাম্মদ সোহেল ওরফে ভাঙ্গারি সোহেলকে গ্রেপ্তারে আবার পরোয়ানা জারি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

হাকিম আদালত থেকে আসা মামলাটি বুধবার বিচারের জন্যক গ্রহণ করেন এই জজ। 

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক মামলাটি বিচারের জন্য গ্রহণ করেছেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।”

জজ আদালতে অভিযোগ গঠনের পর শুরু হবে এই বিদেশি হত্যাভর বিচার।

গতবছর ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়।

লেখক, প্রকাশক, অনলাইন অ্যাযক্টিভিস্টদের উপর জঙ্গি হামলার পর এই বিদেশিকে হত্যাি ব্যা পক আলোড়ত তুলেছিল।

প্রায় এক মাস পর ২৬ অক্টোবর কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফ- এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চলতি বছর ২৮ জুন কাইয়ুম, সোহেল এবং গ্রেপ্তার পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

তা নিয়ে গত ১৭ জুলাই কাইয়ুম ও সোহেলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিলেন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

দ্বিতীয় বার পরোয়ানা জারির বিষয়ে তাপস বলেন, “অভিযোগপত্র আমলে নেওয়ার পর আইন অনুযায়ী কেউ পলাতক থাকলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারির বিধান রয়েছে।”