জামিন পাননি হাসনাত

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমের জামিন নাকচ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2016, 10:48 AM
Updated : 24 August 2016, 11:18 AM

ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান বুধবার হাসনাতের জামিন আবেদন শুনে তা নাকচ করে দেন বলে তার আইনজীবী শাহ মোহাম্মদ শাহাব উদ্দিন জানিয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই দফায় আট দিন করে রিমান্ড শেষে গত সোমবার হাসনাতকে আদালতে হাজির করে পুলিশ।

ওইদিনই তার জামিনের আবেদন করা হয়, যার ওপর বুধবার শুনানি হয়।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।

ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরদারিতে রাখা হয়েছিল।

২ অগাস্ট সন্ধ্যায় গুলশান থেকে হাসনাত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকা মহানগর হাকিম তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ১৩ অগাস্ট মূল মামলায় আরও আটদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বুধবার বিচারক হাসনাতের জামিন আবেদনের ওপর শুনানিই নিতে চাননি বলে জানিয়েছেন আইনজীবী শাহ মোহাম্মদ শাহাব উদ্দিন। 

তিনি বলেন “কি কারণে তার মক্কেলের জামিন নাকচ করা হয়েছে সেটিও বিচারক মৌখিকভাবে উল্লেখ করেননি।”